নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) বিএডিসি, নোয়াখালী রিজিয়নাল কমপ্লেক্স দপ্তরটি ১৯৮৩ সালে ৪ একর ২ শতাংশ জমি অধগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয়। অফিসটি নিউ জেল রোড, মাইজদীতে অবস্থিত। দপ্তর প্রধানের পদবী নির্বাহী প্রকৌশলী । উক্ত অফিসের মাধ্যমে বৃহত্তর নোয়াখালী তথা নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর জেলায় সেচ সহায়ক কার্যক্রম পরিচালিত হয় সেচ সহায়ক কার্যক্রম যেমন সেচযন্ত্র ক্ষেত্রায়ন, অগভীর নলকূপ স্থাপন, গভীর নলকূপ স্থাপন কর্মসূচির অধীন ভৌত অবকাঠামো নির্মাণ, খাল পুনঃখনন, নির্মাণ সংক্রান্ত নির্মাণ কাজ তদারক করন, সেচযন্ত্র জরীপ করণ, গভীর ও অগভীর নলকূপের পানির স্তর নিরূপন করণ, পানিতে আয়রন ও লবনাক্ততা নিরূপন করণ, সেচযন্ত্রের মালিক/চালক/ ম্যানেজার/কৃষক প্রশিক্ষণ ইত্যাদি। অত্র রিজিয়নাল দপ্তরের আওতায় নোয়াখালী ফেনী ও লক্ষীপুর ৩ (তিন) জেলায় ৩টি জোনাল অফিস (সহকারী প্রকৌশলীর কার্যালয়) এবং ৭টি ইউনিট অফিস (উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী দপ্তর) এর মাধ্যমে উপরোক্ত কার্যক্রম সমূহ পরিচালিত হয়।