1। নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের চরযাত্রা মৌজায় নোয়াখালী শাখা খালের উপর কালভার্ট নির্মাণ কাজ চলমান রয়েছে। এছাড়াও নোয়াখালী রিজিয়নের আওতায় ০.৫/১/২/৫ কিউসেক এলএলপি/সোলার স্কীমের মেরামত কাজ চলমান রয়েছে।
2। “স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট” (এসএসিপি) এর আওতায় ২০২4-২5 অর্থবছরে নোয়াখালী জেলায় 4.৫ কি.মি খাল পুন:খনন কাজ, মাঝারী সাইজের হাইড্রোলিক স্ট্রাকচার 02টি, ওয়াটার পাসিং 04টি ও এলএলপি স্কীমে 03 কি.মি বারিড পাইপ লাইন নির্মাণ কাজ চলমান রয়েছে।
০৩। Program On Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh” (Partner)-BADC Part এর আওতায় নোয়াখালী জেলায় ব্যাক্তিগত অগভীর নলকূপ স্কীমে 500মিটার বারিড পাইপ লাইন নির্মাণ কাজের লক্ষ্যমাত্রা রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস