Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্পের নাম
বাস্তবায়নাধীন প্রকল্প/কর্মসূচি
বিস্তারিত

1। প্রকল্পের নামঃ নোয়াখালী, লক্ষীপুর, ফেনী জেলায় ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)  

প্রকল্পের বাস্তবায়ন কালঃ (ক) আরম্ভঃ ডিসেম্বর,২০১৭। (খ) সমাপ্তিঃ ডিসেম্বর, ২০২২।

প্রকল্পের উদ্দেশ্যঃ   ১. ভূপরিস্থ পানির পরিমিতি ব্যবহারের মাধ্যমে সেচ প্রদান-২২০৭৩ হেক্টর জমি এবং খাদ্য শস্য উৎপাদন বৃদ্ধি-৯৯১৬৬.৫০ মেট্রিক টন;

                       ২. মেঘনা মোহনার মিষ্টি পানি ব্যবহার করে পানি করে পানি ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে লবনাক্ত পতিত জমির উৎপাদনশীলতা বৃদ্ধি করা;

                       ৩. পরিবেশবান্ধব সেচ অবকাঠামো নির্মাণের মাধ্যমে ভূপরিস্থ পানির ব্যবস্থাপনা উন্নয়ন;

                        ৪. জলাবদ্ধতা দূরীকরণের মাধ্যমে চাষাবাদের আওতায় আনয়ন-২০০০ হেক্টর;

                        ৫. সেচ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কৃষক প্রশিক্ষণ-১১২৫

2। স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট।

3। নোয়াখালী জেলার কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় জলাবদ্ধতা দূরীকরণ ও সম্পূরক সেচের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধির কর্মসূচি।

4। ক্ষুদ্রসেচ উন্নয়নে জরীপ ও পরিবীক্ষণ ডিজিটালাইজেশনকরণ প্রকল্প (চতুর্থ পর্যায়)।

5। ডাবল লিফটিং  এর মাধ্যমে ভূ-উপরিস্থ পানির সাহায্যে সেচ সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)।

প্রকল্প শুরু
01/01/2018
প্রকল্পের ধরণ
অন্যান্য
label.Details.title

1। প্রকল্পের নামঃ নোয়াখালী, লক্ষীপুর, ফেনী জেলায় ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)  

প্রকল্পের বাস্তবায়ন কালঃ (ক) আরম্ভঃ ডিসেম্বর,২০১৭। (খ) সমাপ্তিঃ ডিসেম্বর, ২০২২।

প্রকল্পের উদ্দেশ্যঃ   ১. ভূপরিস্থ পানির পরিমিতি ব্যবহারের মাধ্যমে সেচ প্রদান-২২০৭৩ হেক্টর জমি এবং খাদ্য শস্য উৎপাদন বৃদ্ধি-৯৯১৬৬.৫০ মেট্রিক টন;

                       ২. মেঘনা মোহনার মিষ্টি পানি ব্যবহার করে পানি করে পানি ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে লবনাক্ত পতিত জমির উৎপাদনশীলতা বৃদ্ধি করা;

                       ৩. পরিবেশবান্ধব সেচ অবকাঠামো নির্মাণের মাধ্যমে ভূপরিস্থ পানির ব্যবস্থাপনা উন্নয়ন;

                        ৪. জলাবদ্ধতা দূরীকরণের মাধ্যমে চাষাবাদের আওতায় আনয়ন-২০০০ হেক্টর;

                        ৫. সেচ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কৃষক প্রশিক্ষণ-১১২৫

2। স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট।

3। নোয়াখালী জেলার কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় জলাবদ্ধতা দূরীকরণ ও সম্পূরক সেচের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধির কর্মসূচি।

4। ক্ষুদ্রসেচ উন্নয়নে জরীপ ও পরিবীক্ষণ ডিজিটালাইজেশনকরণ প্রকল্প (চতুর্থ পর্যায়)।

5। ডাবল লিফটিং  এর মাধ্যমে ভূ-উপরিস্থ পানির সাহায্যে সেচ সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)।

কাজের বর্ননা

1। 5/2/1/.75 কিউসেক ক্ষমতার এল এল পি স্কীম স্থাপন।

2। ভূগর্ভস্থ সেচনালা (বাড়িড পাইপ) নির্মাণ।

3। খাল/নালা পূনঃখনন ও সংস্কার।

4। 1/.5 কিউসেক ক্ষমতার সোলার পাম্প স্থাপন।

5। ভূ-গর্ভস্থ পানির স্থর ও গুনাগুন নির্ণয়।

ডাউনলোড