Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Honorable Chief Engineer (Minor Irrigation) , BADC inspected solar powered irrigation pump schemes in Muchapur union of Companyganj upazila.
Details

অদ্য ২৪ জানুয়ারি, ২০২২ তারিখে প্রধান প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) মহোদয় নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মূছাপুর ইউনিয়নে "নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর জেলায় ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের" আওতায় ক্ষেত্রায়নকৃত সৌরশক্তি চালিত সেচ পাম্প স্কীমগুলো সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। উক্ত সময়ে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক (নোফেল) মহোদয়,  নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ), নোয়াখালী রিজিয়ন মহোদয়,  সহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ), নোয়াখালী জোন,  উপ- সহকারী প্রকৌশলী,  নোয়াখালী সদর ইউনিট,  উপসহকারী প্রকৌশলী,  নোয়াখালী সেনবাগ ইউনিট, সংশ্লিষ্ট স্কীম ম্যানেজার ও সোলার পাম্প স্কীমের প্রতিনিধি গণ।

Images
Attachments
Publish Date
25/01/2022
Archieve Date
30/06/2023