Wellcome to National Portal
Main Comtent Skiped

Present Works

1।  নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের চরযাত্রা মৌজায় নোয়াখালী শাখা খালের উপর কালভার্ট নির্মাণ কাজ চলমান রয়েছে। এছাড়াও নোয়াখালী রিজিয়নের আওতায় ০.৫/১/২/৫ কিউসেক এলএলপি/সোলার স্কীমের মেরামত কাজ চলমান রয়েছে।

2। “স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট” (এসএসিপি) এর আওতায় ২০২4-২5 অর্থবছরে নোয়াখালী জেলায় 4.৫ কি.মি খাল পুন:খনন কাজ, মাঝারী সাইজের হাইড্রোলিক স্ট্রাকচার 02টি, ওয়াটার পাসিং 04টি ও এলএলপি স্কীমে 03 কি.মি বারিড পাইপ লাইন নির্মাণ কাজ চলমান  রয়েছে।

০৩। Program On Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh” (Partner)-BADC Part এর আওতায় নোয়াখালী জেলায় ব্যাক্তিগত অগভীর নলকূপ স্কীমে 500মিটার বারিড পাইপ লাইন নির্মাণ কাজের লক্ষ্যমাত্রা রয়েছে।