বৃহত্তর নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর জেলায় ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হল "সেচ সুবিধা সম্প্রসারণে নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর জেলায় ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের ভূমিকা ও ভবিষ্যৎ সম্ভাবনা " শীর্ষক দিন ব্যাপী সেমিনার। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি'র সুযোগ্য প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল করিম মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনার কে প্রানবন্ত করে তুলেন নোয়াখালী জেলার কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. মুহাম্মদ মহিউদ্দীন চৌধুরী মহোদয়। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব আইয়ুব মাহমুদ, জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নোয়াখালী মহোদয়। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী জনাব মোহাম্মদ নূরনবী, প্রকল্প পরিচালক, নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর জেলায় ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্প, নোয়াখালী মহোদয়। মূখ্য আলোচনায় অংশগ্রহণ করেন প্রকৌশলী মো. আলী আশরাফ, নির্বাহী প্রকৌশলী, নোয়াখালী রিজিয়ন মহোদয়। সেমিনার এ অংশগ্রহণকারী ছিলেন কৃষি উন্নয়নের স্টেক হোল্ডার সংস্থা এসআরডিআই, ডিএই, পবিস, এআইএস, বিএডিসি সহ উর্দ্ধতন কর্মকর্তা, প্রিন্ট মিডিয়া সহ অর্ধশতাধিক আমন্ত্রিত অতিথি। প্রধান অতিথি মহোদয় তার বক্তব্যে উদ্ভাবনী মূলক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সমন্বিত সেচ ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করেন এবং নোয়াখালী এলাকার ফসলী জমি বৃদ্ধির দরুন ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জ্ঞানগর্ভ বক্তব্য প্রদান করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS